ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবন থেকে লাফিয়ে পড়ে আহত রিয়াজুল ইসলাম রনি ব্যাপারি (২৭) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত রনির বাবা দুলাল ব্যাপারি ঢাকা পোস্টকে বলেন, আমার ছেলে অনার্সের শিক্ষার্থী ছিল। গত ২৬ সেপ্টেম্বর মানসিক সমস্যাজনিত কারণে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করি। পরদিন ২৭ সেপ্টেম্বর মেডিসিন ওয়ার্ডের সাততলায় চিকিৎসক দেখতে গেলে রনি বাইরে চলে যায়। পরে সাততলা ভবন থেকে লাফিয়ে তিন তলায় পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইতে ভর্তি দেওয়া হয়। আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তিনি আরও বলেন, আমাদের বাড়ি চাঁদপুর জেলার সদর থানার মনোয়ার খাদী গ্রামে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢামেকের নতুন সাততলা ভবন থেকে লাফিয়ে তিন তলায় পড়ে গুরুতর আহত হন রনি। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

এসএএ/এমএ