পারস্পরিক প্রচেষ্টা এবং ঘনিষ্ঠ সহযোগিতা বাংলাদেশ ও চীনের সম্পৃক্ততাকে আরও গভীর করার পাশাপাশি এ অঞ্চল এবং এর বাইরেও শান্তি ও সমৃদ্ধি বাড়াবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১ অক্টোবর) চীনের ৭৩ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াংকে লেখা এক চিঠিতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

ঢাকার চীনা দূতাবাস জানায়, চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ভাগ করা মূল্যবোধ, জাতীয় লক্ষ্যে অভিন্নতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিনগুলোতে আরও দৃঢ় ও গভীর হবে।

সরকারপ্রধান বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন যাত্রায় গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি চলমান কোভিড-১৯ মহামারির সংকটকালীন সময়ে বাংলাদেশের প্রতি চীনের সহায়তার বিশেষ প্রশংসা করেন।  

২০১৯ সালে চীন সফরের সময় শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন। তিনি বলেন, ওই সাক্ষাতে দুই দেশে বিভিন্ন দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুতে একমত পোষণ করেছিল।  

এনআই/এসকেডি