মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে বাংলাদেশের তিন শান্তিরক্ষী নিহতের ঘটনায় সমবেদনা জা‌নি‌য়ে‌ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৬ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ সমবেদনা জানায়।

দূতাবাসের বার্তায় বলা হয়, এ সপ্তাহে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিহত তিন বাংলাদেশি শান্তিরক্ষীর পরিবার ও বন্ধুদের প্রতি যুক্তরাষ্ট্র সমবেদনা জানাচ্ছে এবং আহত শান্তিরক্ষীর দ্রুত সুস্থতা কামনা করছে। বিশ্বজুড়ে অরক্ষিতদের সুরক্ষায় সাহসিকতা ও দৃঢ়সংকল্প প্রদর্শনের জন্য আমরা বাংলাদেশি শান্তিরক্ষীদের সাধুবাদ জানাই। 

এতে আরও বলা হয়, আমরা তাদের জন্য শোক প্রকাশ করছি, যারা বিশ্বকে উত্তম স্থান হিসেবে গড়ে তোলার জন্য লড়াই করে তাদের জীবন দিয়েছেন। 

এদিকে, বাংলাদেশের তিন শান্তিরক্ষী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও। তি‌নি হামলাকারীদের শনাক্ত ও দ্রুত বিচারের পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন।

বাংলাদেশ সময় সোমবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ ঘটে। এতে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং একজন আহত হন।

এনআই/আরএইচ