বিদেশে পাঠানোর নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি মানবপাচারকারী চক্রের মূলহোতাকে এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে  র‌্যাব-৩ এর একটি দল। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, ভিসা এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আগামীকাল শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জেইউ/এমএ