মেয়ের বাসা থেকে ফেরার সময় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
রাজধানীর শ্যামপুরের জুরাইন এলাকায় সিরাজদিখান পরিবহনের একটি বাসের ধাক্কায় রিয়াজউদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহত রিয়াজউদ্দিনের মেয়ের জামাই আল আমিন ঢাকা পোস্টকে বলেন, গতকাল (রোববার) তিনি আমাদের বাসায় নরসিংদী থেকে বেড়াতে আসেন। আজ সকালে নরসিংদীতে ফিরে যেতে বাসা থেকে বের হন। জুরাইন এলাকায় সিরাজদিখান পরিবহনের বাসের ধাক্কায় আমার শ্বশুর গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বিজ্ঞাপন
ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে বলে জানান তিনি।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শ্যামপুর থানাকে অবগত করা হয়েছিল।
এসএএ/এসএসএইচ