ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে ডিপিডিসির লাইন ম্যানের মৃত্যু
রাজধানীর ডেমরায় লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইকবাল শাহিন (২৮) নামে এক ডিপিডিসি লাইন ম্যানের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকালের দিকে সারুলিয়ার আমতলা বড় ভাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহতের সহকর্মী দেলোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মই থেকে নিচে পড়ে যান শাহিন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, শাহিন ডেমরা সারুলিয়া এলাকায় থাকতেন। তার বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার মধ্য মাইসাকান্দি গ্রামে।
বিজ্ঞাপন
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানাকে অবগত করেছি।
এসএএ/এমএইচএস