আগামী তিন বছরের মধ্যে ৫টি প্রধান তেলবীজ সরিষা, তিল, চিনাবাদাম, সূর্যমুখী ও সয়াবিনের উৎপাদন বাড়ানো হবে বলে জানিয়েছেন কৃষি সচিব সায়েদুল ইসলাম।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষি সচিব বলেন, বছরে ২৩ থেকে ২৪ লাখ টন ভোজ্যতেলের চাহিদা রয়েছে। এর মধ্যে সরিষা, তিল, সানফ্লাওয়ারসহ অন্যান্য তেলবীজ থেকে ৩ লাখ টন তেল উৎপাদন করি। আমরা মোট চাহিদার ১০ শতাংশ উৎপাদন করি।

সম্প্রতি প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন তেলের উৎপাদন বাড়াতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের পূর্ব পুরুষেরা উৎপাদিত তেল খেয়েছে। এখন কেন সেগুলো আমদানি করতে হয়। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমাদের কৃষিমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমরা সে অনুযায়ী পরিকল্পনা নিয়েছি, আগামী তিন বছরের মধ্যে আমরা আমাদের ৫টি প্রধান তেলবীজ যেমন, সরিষা, তিল, চিনাবাদাম, সূর্যমুখী ও সয়াবিন এগুলোর উৎপাদন বাড়াব। 

প্রথম বছর ৬০ হাজার হেক্টর জমিতে তেলবীজ জাতীয় ফসলের উৎপাদন বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন,  এরপর আস্তে আস্তে তিন বছরে ৫ লাখ হেক্টর জমিতে তেলবীজ জাতীয় ফসলের উৎপাদন করা হবে। তাহলে আমরা চাহিদার ৪০ থেকে ৫০ ভাগ উৎপাদন করতে সক্ষম হব।

এসএইচআর/এসকেডি