প্রতীকী ছবি।

রাজধানী ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর বৃষ্টিপাতও হতে পারে। তবে দেশের উপকূলীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সারা দেশে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কম। ঢাকায় দুপুরের পর বৃষ্টি হতে পারে। তবে উপকূলীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও সেটি কেটে যাওয়ার সম্ভাবনাও আছে।

আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পরে।

সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। যা দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে বইছে। আগামী দুই দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রংপুর ও রাজারহাটে। সর্বোচ্চ ৩৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে।

এছাড়া মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এমএইচএন/এমএইচএস