সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ রবি বলেছেন, মাদ্রাসায় শিশু অত্যাচার বন্ধে কঠোর হচ্ছে সরকার। এ ব্যাপারে জাতীয় সংসদে একটি প্রস্তাবনা বিলসহ শিশু মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির বৈঠকেও তুলে ধরা হবে।

শিশুদের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম ‘চাইল্ড মেসেজ’ বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন ‘শুনো আমাদের কথা'য় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। 

জানা গেছে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ‘আল জাজিরা’র বাংলাদেশের প্রধান তানভীর চৌধুরী। 

রংপুর জেলা থেকে অংশ নেওয়া শিশু রিখির মাদ্রাসায় শিশু অত্যাচার বন্ধে জাতীয় সংসদ কী ভাবছে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শিশুদের ছোট থেকে বোরখা পরানো ও মুখ ঢেকে চলাফেরা করানো বিব্রতকর। 

আরেক শিশু তার কাছে জানতে চায় কখনো অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলে শিশুদের স্বার্থে বাজেট বাড়াবেন কি না? জবাবে এ সংসদ সদস্য জানান, অবশ্যই তিনি বাড়াবেন। যদি এ ধরনের দায়িত্ব দেওয়া হয় কখনো। 

এ সময় আরেক শিশু এমপির কাছে অশ্লীল কনটেন্ট তৈরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই গুরুতর বিষয়টি নিয়ে কাজ করবে সরকার এবং ব্যবস্থা নেওয়া হবে। 

চাইল্ড মেসেজের নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী বলেন, ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড থার্টিন বাস্তবায়নে এভাবে সাহসের সঙ্গে কাজ করে যেতে চাই আমরা।

এসকেডি