রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ।

গ্রেপ্তাররা হলেন— মো. খালেদ, মো. আব্দুর রহিম, মামুন হক ও আব্দুস সবুর।

শনিবার (১৫ অক্টোবর) রাতে মতিঝিলের এজিবি কলোনী এলাকায় ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

আরও পড়ুন : পুলিশের শতাধিক ভুয়া সিল ও ৯৩ পাসপোর্টসহ গ্রেপ্তার ২

ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সংবাদ আসে মতিঝিলের এজিবি কলোনী এলাকার শ্রী শ্রী হরি মন্দিরের পাশে হুমায়ুনের ডাবের দোকানের সামনে চার ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে দুই হাজার পিস ইয়াবাসহ চার জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফেন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেপ্তাররা পরস্পর যোগসাজশে কক্সবাজারসহ দেশের সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা কিনে ঢাকা শহর ও আশপাশ এলাকায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

/জেইউ/এসএসএইচ/