রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে ইমন (১৯) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৬ অক্টোবর ) বিকেল ৩টায় রায়েরবাজার বৈশাখী মাঠের পাশে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত ইমন ঢাকা পোস্টকে বলেন, কিশোর গ‍্যাংয়ের লিডার ডাইল্ল‍্যা হৃদয় ও অ্যালেক্স ইমন গ্রুপের দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে। আজকে ডাইল্ল‍্যা হৃদয় গ্রুপের দেলু ও চায়নাসহ পাঁচজন অ্যালেক্স ইমন গ্রুপের গ্যাংয়ের ওপর হামলা চালাতে গেলে আমাকে সামনে পেয়ে দেলু ও চায়নাসহ পাঁচ জন সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

তিনি জানান, কিশোর গ‍্যাংয়ের ওই দুই লিডার বর্তমানে তারা জেল হাজতে আছে। আমি আলামিন গ্রুপের সদস্য আমাদের গ্রুপের সঙ্গেও তাদের পূর্ব শত্রুতা রয়েছে। পাঁচজনের মধ্যে আমি দুজনকে চিনতে পেরেছি বাকি তিনজনকে চিনতে পারিনি।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) ঢাকা পোস্টকে বলেন, ইমন নামের এক ছেলেকে কুপিয়ে আহত করার খবর জানতে পেরেছি। তিনি ঢামেকে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। ইতোমধ্যে একটি টিমকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। পরিবার ও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

এসএএ/এমএ