আইএমইআই নম্বর পরিবর্তন করে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করতেন তারা
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মোবাইল চোরচক্রের মূলহোতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
গ্রেপ্তাররা হলেন মূলহোতা মো. দেলোয়ার হোসেন (৬০) ও মো. আলমগীর হোসেন (৩৬)। এ সময় তাদের কাছ থেকে ৮৬টি মোবাইলফোন, ২০৫টি ব্যাটারি ও নগদ ৩ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে অবৈধভাবে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছিল।
বিজ্ঞাপন
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
এমএসি/এমএ