লিবিয়ায় জনশক্তি রপ্তানি কর‌তে দেশ‌টির স‌ঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর কর‌তে চায় বাংলা‌দেশ।

বৃহস্পতিবার (২০  অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত লি‌বিয়ার নতুন রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষা‌তে আসেন। সাক্ষাৎ শে‌ষে সাংবা‌দিক‌দের স‌ঙ্গে আলাপকা‌লে এ তথ্য জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, লিবিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়েছে। বাংলাদেশ থেকে লিবিয়ায় জনশক্তি পাঠাতে  আমরা একটি সমঝোতা সই করব।

লিবিয়ায় বর্তমানে ২০ হাজার বাংলাদেশি র‌য়ে‌ছে জা‌নি‌য়ে মো‌মেন ব‌লেন, এক সময় লি‌বিয়ায় ৭০ হাজার বাংলাদেশি ছিল। এখন অনেকেই অবৈধভাবে সেখানে যান। এতে আমাদের বদনাম হয়। আমরা বৈধভাবে লিবিয়ায় জনশক্তি পাঠাতে চাই।

নভেম্বরে জাপান যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নভেম্বরে জাপান সফরে যাচ্ছেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মো‌মেন।

মোমেন জানান, আমরা আশা করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নভেম্বরের শেষ সপ্তাহে জাপান সফর করবেন।

এনআই/এসকেডি