ঢাকায় নিযুক্ত ওমানের চার্জ ডি অ্যাফেয়ার্স (সিডিএ) আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল-বুলুশির সঙ্গে সাক্ষাৎ করেছেন মাস্কাটে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম।

সোমবার (২৪ অক্টোবর) ওমানে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই রাষ্ট্রদূত জ্বালানি নিরাপত্তাসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। 

মাস্কাটের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় জানায়, সাক্ষাতে উভয় রাষ্ট্রদূত বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা ও উন্নয়নে সম্পর্কিত পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন। তারা দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে এক সঙ্গে কাজ করার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, ওমানের চার্জ ডি অ্যাফেয়ার্স আল-বুলুশি চলতি বছরের ২৩ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। অন্যদিকে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম গত ১৮ অক্টোবর ওমানের সুলতান হাইথাম বিন তারিকের কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের লেটার অব ক্রেডেন্স পেশ করেন।

এনআই/এসকেডি