প্রধানমন্ত্রীর আসনে উন্নয়ন কাজের দায়িত্বে শহীদ উল্লা খন্দকার
গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমে দায়িত্ব পালন করবেন সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর করা চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যস্ততার জন্য জাতীয় সংসদ এলাকা-২১৭, গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) এর উন্নয়ন কার্যক্রমে আমার (প্রধানমন্ত্রী) পক্ষে দায়িত্ব পালনের জন্য মো. শহীদ উল্লা খন্দকারকে প্রতিনিধি হিসেবে মনোনয়ন করা হলো।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক এ সচিব বর্তমান সরকারের আমলে সবচেয়ে বেশি সময়ের জন্য চুক্তিভিত্তিক নিয়োগে কাজ করেছেন।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫ম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৮৬ সালে চাকরিতে যোগদান করেন শহীদ উল্লা খন্দকার। পরে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পদ থেকে অবসরে যান। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৭ সালের প্রজ্ঞাপনে তাকে ২ বছর মেয়াদে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এরপর ২০১৯ সালে তাকে পুনরায় দুই বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়। তার বর্তমান চুক্তির মেয়াদ গত ২৯ সেপ্টেম্বর পূর্ণ হয়।
বিজ্ঞাপন
এসআই/জেডএস
বিজ্ঞাপন