রাজধানীর সবুজবাগ থানাধীন দক্ষিণগাঁও এলাকার একটি বাসা থেকে পাপড়ী আক্তার ময়না (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার উপ-পরিদর্শক(এসআই) মো. ফারুক হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার ৮৬ নম্বর বাসা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি মৃত ময়না দীর্ঘদিন অসুস্থ। সে পক্ষাঘাতগ্রস্ত ছিল। আজ দুপুরের যেকোনো সময় সে আত্মহত্যা করে থাকতে পারে। তবে কী কারণে আত্মহত্যা করেছে সে বিষয়টি আমরা এখনো জানতে পারিনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।  

এসএএ/এসকেডি