সপরিবারে পুরান ঢাকায় রিকশা ভ্রমণে কেনেডি জুনিয়র
বাংলাদেশ সফররত এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র পরিবারের সদস্যদের নিয়ে পুরান ঢাকায় রিকশা ভ্রমণ করেছেন। পাশাপাশি তারা ঐতিহাসিক লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন।
রোববার (৩০ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
দূতাবাস জানায়, এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র ও তার পরিবারের সদস্যরা ঢাকা সফরের প্রথম দিনে রিকশায় করে পুরান ঢাকার সমৃদ্ধ সংস্কৃতি প্রত্যক্ষ করেন এবং ঐতিহাসিক লালবাগ কেল্লায় যাত্রাবিরতি নেন।
আট দিনের সফরে প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির ছেলে এবং প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা কেনেডি জুনিয়র সপরিবারে শনিবার ঢাকায় আসেন।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কেনেডি জুনিয়র সফরের দ্বিতীয় দিন পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পিকার্স প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় কেনেডি জুনিয়র সোমবার (৩১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন। ওইদিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বাবা যে বটগাছটি রোপণ করেছিলেন, তা পরিদর্শন করবেন তিনি। তিনি এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দ্য আর্টসে প্রতিবন্ধীদের অধিকারের ওপর বক্তব্য দেবেন।
সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন কেনেডি জুনিয়র।
এনআই/আরএইচ