অতিথিদের কাছে ডিএনসিসির সেবা কার্যক্রম তুলে ধরলেন মেয়র আতিক
ডিএনসিসির ইমার্জেন্সি অপারেশনস সেন্টার পরিদর্শনে আসা অতিথিদের উদ্দেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নাগরিক সেবার উদ্যোগগুলো সার্বিক দিক তুলে ধরেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনেরর মেয়র আতিকুল ইসলাম।
আগত অতিথিদের উদ্দেশে তিনি বলেন, আমাদের সিটির নাগরিকদের সেবা দিতে সবার ঢাকা অ্যাপ আমরা চালু করেছি। এর মাধ্যমে যেকোনো নাগরিক তাদের রাস্তা, সড়ক বাতি, ফুটপাত, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক যেকোনো সমস্যার বিষয়টি ছবি তুলে অ্যাপে দিলে আমরা দ্রুততার সঙ্গে সেই সমস্যা সমাধানের চেষ্টা করছি। আমাদের রয়েছে কুইক রেসপন্স টিম। যেকোনো সমস্যা চিহ্নিত হলেই আমাদের এই কুইক রেসপন্স টিম দ্রুত সেখানে গিয়ে সমস্যা সমাধানে কাজ করছেন।
বিজ্ঞাপন
সোমবার (৩১ অক্টোবর) বিকেলে গুলশান নগরভবনে ডিএনসিসির ইমার্জেন্সি অপারেশনস সেন্টার পরিদর্শনে আসা দেশি বিদেশি অতিথিদের সামনে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের সেবাগুলো তুলে ধরে এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ডিএনসিসির মেয়র বলেন, আমি বিদেশে একটা সেমিনারে অংশ নেওয়ার পর একটি শহরের মেয়র আমাকে বললেন, আমি সমস্যায় পড়ে যাচ্ছি আমার শহরে মানুষ বাড়ছে কিভাবে এই সমাধান করা যায়। আমি জিজ্ঞেস করলাম প্রতি বর্গ কিলোমিটারে কত লোক বাস করে আপনার শহরে? উনি উত্তরে বললেন, প্রতি বর্গ কিলোমিটারে সাত শত লোক বসবাস করে। আমি বললাম আপনি আমাদের ঢাকা উত্তর সিটিতে ঘুরে যান এবং দেখেন কীভাবে আমরা ম্যানেজমেন্ট করি। কারণ আমাদের শহরে ৪৯ হাজার লোক প্রতি বর্গকিলোমিটারে বসবাস করে। আমরা এরপরও কীভাবে সিটি নাগরিকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি আপনি অনুগ্রহ করে দেখে যাবেন।
মেয়র আতিকুল বলেন, আমাদের প্রতি বর্গকিলোমিটারে এত সংখ্যক মানুষ বসবাস করার পরেও আমরা চেষ্টা করে যাচ্ছি নাগরিকদের সর্বোচ্চ সেবা দিতে। এখানে আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে, তবে সবার সচেতনতা, অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি আধুনিক, সুস্থ, সুন্দর, বাসযোগ্য ঢাকা গড়ার লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছি।
নগরভবনে ডিএনসিসির ইমার্জেন্সি অপারেশনস সেন্টার পরিদর্শনে উপস্থিত ছিলেন ডিজাস্টার্স রেসপন্স এক্সসারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জে অংশগ্রহণকারী ৩১৪ সদস্যের একটি দল। এ দলে ছিলেন ২৭টি দেশের সেনাবাহিনীর ৫৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ।
এএসএস/এমএ