সংশোধিত সরকারি চাকরি বিল প্রত্যাহার
সংশোধিত সরকারি চাকরি বিল-২০২২ পাসের জন্য বিগত অধিবেশনে উত্থাপিত বিল প্রত্যাহার করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সোমবার (৩১ অক্টোবর) সংসদের কার্যপ্রণালী বিধির ৯৩ বিধি অনুযায়ী বিলটি প্রত্যাহারের আবেদন করেন। পরে কণ্ঠভোটে বিল প্রস্তাবের প্রস্তাবটি পাস হয়।
এর আগে গত ২৯ আগস্ট জনপ্রশাসন প্রতিমন্ত্রী বিলটি সংসদে তোলেন। পরে তা সংসদীয় কমিটিতে পাঠনো হয়। তবে বিলটি প্রত্যাহারের কোনো কারণ বলেননি প্রতিমন্ত্রী।
বিজ্ঞাপন
প্রসঙ্গত সরকারি চাকরি আইনের একাধিক ধারা নিয়ে বর্তমানে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে।
এদিকে সোমবার সংসদে ঢাকা, খুলনাসহ বিভিন্ন বিভাগের উন্নয়ন বোর্ডগুলো রহিতকরণে সংসদে বিল তোলা হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক উন্নয়ন বোর্ড আইনগুলো (রহিতকরণ) বিল ২০২২ উত্থাপন করলে তা আইনমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
এই রহিতকরণ বিল পাস হলে আইন অনুযায়ী খুলনা বিভাগ উন্নয়ন বোর্ড, রাজশাহী বিভাগ উন্নয়ন বোর্ড, ঢাকা বিভাগ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম বিভাগ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম জেলা উন্নয়ন বোর্ড, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট উন্নয়ন বোর্ড এবং উন্নয়ন বোর্ড লজ (রহিতকরণ) রহিত হবে।
বিজ্ঞাপন
এসআর/জেডএস