বাংলাদেশের কাছে দুটি সার কারখানা বিক্রি করতে চায় উজবেকিস্তান
উজবেকিস্তানের ফারগানা এবং কাসখান্দারিয়ায় অবস্থিত দুটি সার কারখানা শর্ত সাপেক্ষে বাংলাদেশের কাছে বিক্রির প্রস্তাব দিয়েছে দেশটির বোর্ড অব ক্যামিকেল ইন্ড্রাস্টি।
মঙ্গলবার (১ নভেম্বর) রাতে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।
বিজ্ঞাপন
পোস্টে রাষ্ট্রদূত জানান, উজবেকিস্তান প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ বিধায় গ্যাস দিয়ে উৎপাদিত রাসায়নিক সার বিদেশে রপ্তানি করে। দেশটির গ্যাস ব্যবহারের মাধ্যমে যৌথ বিনিয়োগে শিল্প স্থাপন করে উৎপাদিত সার বাংলাদেশে আনার বিষয়ে আলোচনা করতে সোমবার (৩১ অক্টোবর) উজবেক বোর্ড অব ক্যামিকেল ইন্ড্রাস্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশ নিজস্ব অর্থায়নে উজবেকিস্তানে জমি কিনে সার কারখানা স্থাপন করতে কোনো বাধা নেই মর্মে তিনি পোস্টে জানান। এছাড়াও তিনি ফারগানা এবং কাসখান্দারিয়ায় অবস্থিত দুটি সার কারখানা শর্ত সাপেক্ষে বাংলাদেশের কাছে বিক্রির প্রস্তাব দেন।
বিজ্ঞাপন
তিনি আরও লেখেন, এ বিষয়ে আমি আমাদের সরকারের কাছে একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করে পাঠাচ্ছি। প্রস্তাবগুলো পরীক্ষা করে বাংলাদেশের জন্য লাভজনক হলে উজবেকিস্তান হতে পারে আমাদের সার নিরাপত্তার অন্যতম সহায়ক।
এনআই/জেডএস