ডেঙ্গু নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সচেতন হতে হবে : তাজুল ইসলাম
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনকে লোকবল ও পর্যাপ্ত ওষুধ বরাদ্দ দেওয়া হয়েছে। তারা কাজ করছেন, তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে এসব সংস্থার পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) মহাখালী ডিএনসিসি হাসপাতালা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের সিটি করপোরেশনগুলোর প্রতিটি ওয়ার্ডকে দশটি জোনে ভাগ করে মশক নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেখানে কাউন্সিলরদের নেতৃত্বে স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করে জনগণকে সচেতন করার পাশাপাশি সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম আরও বেশি জোরদার করা হচ্ছে। তবে আমাদের পক্ষে বা সিটি করপোরেশনের একার পক্ষে ডেঙ্গু মোকাবিলা করা কঠিন কাজ, সেক্ষেত্রে প্রতিটি মানুষকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোতে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য বা মশক নিধন কার্যক্রমকে আরও বেগবান করার জন্য পর্যাপ্ত পরিমাণে লোকবল দেওয়া হয়েছে এবং সঠিক ওষুধ নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে, এমন কোনো ওষুধ ছিটানো যাবে না, যান মাধ্যমে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হবে, সেরকম কোনো ওষুধ দেওয়া যাবে না। সেসব দিক বিবেচনা করে আমরা সঠিক ওষুধ নির্ধারণ করে দিয়েছি সিটি করপোরেশনকে।
বিজ্ঞাপন
তাজুল ইসলাম বলেন, বাসার ছাদ বাগানে স্বচ্ছ পানি জমে থাকছে, মশার জন্ম নিচ্ছে। ছাদ বাগান আমরা নিরুৎসাহিত করছি না। এগুলো ছাদ বাগানে গিয়ে আমরা গিয়ে ঠিক করতে পারবো না। এজন্য আপনাদের সচেতন হতে হবে, সেখানে নিয়মিত পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে করে মশা বংশ বিস্তার করতে না পারে। এছাড়া এসির জমা পানি, আঙ্গিনায় থাকা টায়ার, টিউব, পরিত্যাক্ত পাত্র পড়ে থাকে, যেগুলোতে পানি জমে মশা বংশ বিস্তার করে। এগুলোর জন্য আপনাকে সচেতন হতে হবে। তাহলে অনেকাংশেই মশার বিস্তার লাভ কমে আসবে। সবাই মিলে সচেতন না হলে উদ্যোগ গ্রহণ না করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া কঠিন কাজ। ডেঙ্গু নিয়ন্ত্রণে জনপ্রতিনিধিরা সাধারণ মানুষকে সম্পৃক্ত করে এটা মোকাবিলা করতে হবে আমাদের। সম্মিলিত প্রচেষ্টাই পারে ডেঙ্গু মোকাবিলা করতে।
মহাখালী ডিএনসিসি হাসপাতাল পরিদর্শনের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, ডিএনসিসি হাসপাতালেত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেলে শফিকুর রহমানসহ ডিএনসিসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএসএস/এসএম