দক্ষিণ কোরিয়ার বুসান শহরে চার দিনব্যাপী সামুদ্রিক খাদ্য ও মৎস্য মেলা ‘বুসান আন্তর্জাতিক সামুদ্রিক খাদ্য ও মৎস্য মেলা-২০২২’ -এ অংশগ্রহণ করেছে সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

শনিবার (৫ নভেম্বর) সিউলের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ এই মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে এবং এ মেলার মাধ্যমে বাংলাদেশে উৎপাদিত মাছ ও সামুদ্রিক খাদ্য প্রদর্শন করে আসছে। এবারও গত ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত এ মেলায় অংশগ্রহণ করে বাংলাদেশ দূতাবাস। মেলায় এবার দক্ষিণ কোরিয়াসহ ২২টি দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে মোট ১০৫৫টি বুথ (১০৫টি বিদেশি ও ৯৫০টি কোরিয়ান)-এর মাধ্যমে তাদের সামুদ্রিক খাদ্য ও মৎস্য এবং মৎস্যজাত পণ্যগুলো প্রদর্শন করে।  

গত ২ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বুসান সিটি মেয়র পার্ক হিয়ং জুন-এ মেলার উদ্বোধন করেন এবং পরে অন্যান্য অতিথিদের সঙ্গে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন।

মেলায় উল্লেখযোগ্য সংখ্যক কোরিয়ান ও বিদেশি দর্শনার্থী বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন এবং বাংলাদেশের মৎস্য সম্পদ ও সামুদ্রিক খাদ্য, বিশেষত চিংড়ি, কাঁকড়া, কুচিয়া, কাটল ফিস (সেপিয়া) ও স্কুইড এর বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। মেলায় বাংলাদেশি বিভিন্ন প্রজাতির মাছ সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়। এছাড়া মেলায় বাংলাদেশের সামুদ্রিক মাছ, সামুদ্রিক খাদ্য ও মৎস্য বিষয়ক লিফলেট ও বুকলেট দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

এ মেলা কোরিয়ান ও অন্যান্য দেশের মৎস্য আমদানিকারীদের কাছে বাংলাদেশের মৎস্য সম্পদ ও সামুদ্রিক খাদ্য বিষয়ক তথ্য তুলে ধরার অনন্য সুযোগ।

দূতাবাস বলছে, এ মেলায় বাংলাদেশের সফল অংশগ্রহণ ভবিষ্যতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।  

এনআই/জেডএস