বেআইনিভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

বেআইনিভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবি উঠেছে। শুক্রবার (৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ঢাকায় বসবাসকারী ইসলামপুর-জামালপুরের যমুনাপাড়ের সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধভাবে বালু তোলার কারণে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্মিত পাইলিং ক্ষতিগ্রস্ত হচ্ছে। বালু বহনকারী ট্রাক চলাচলের ফলে রাস্তায় খানাখন্দ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না। সেসব এলাকায় সংঘর্ষ হচ্ছে। সেখানে মাদক ব্যবসা শুরু হয়েছে। 

তারা বলেন, কাঁচা টাকার লোভে বেআইনিভাবে যমুনার বালু তুলে ইসলামপুর উপজেলার কুলকান্দি, মুরাদাবাদ, বেলগাছা, গুঠাইলবাজার, দেওয়ানগঞ্জসহ পশ্চিম ইসলামপুরের লাখ লাখ মানুষের বাড়ি-ভিটা, জীবন-জীবিকা হুমকির মুখে ফেলা হচ্ছে।  

তারা আরও বলেন, বাড়ি-ভিটা, বাজার, দোকানপাট, মসজিদ মন্দির, হাসপাতাল, স্কুল, খেলার মাঠ, ফসলি জমি নদীতে বিলীন হতে দেব না। অবৈধভাবে বালু উত্তোলনের দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। ইতোমধ্যে জেলা প্রশাসক এবং ইউএনওকে অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে আমরা পরবর্তী কর্মসূচিতে যাবো।

ঢাকায় বসবাসরত যমুনাপাড়ের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মানববন্ধনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা খায়রুল আহসান খান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আসলাম খান, পশ্চিম ইসলামপুর রক্ষা আন্দোলনের নেতা হযরত আলী, মনসুর আহমেদ, সোহেল খান, কৃষক নেতা আবিদ হোসেন, আলমগীর আলম, মনসুর আলী, নিয়ন সরকার, রুবেল শেখ প্রমুখ।

এমএইচএন/আরএইচ