উদ্ধার করা বিস্ফোরক

রাজধানীর পুরান ঢাকার চকবাজার থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থসহ চারজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটকরা হলেন মো. হৃদয় (২২), মো. মুন্না ওরফে রজব (২১), মো. নুরে আলম তপু (৩৯) ও মোহাম্মদ রাব্বি (১৯)।

শুক্রবার (৫ মার্চ) বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন র‍্যাব ১০ -এর লালবাগ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিম। 

তিনি বলেন, বৃহস্পতিবার (৪ মার্চ) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১০- এর একটি আভিযানিক দল রাজধানীর চকবাজারের চক সার্কুলার রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫ হাজার ৯শ ৯১ পিস বিস্ফোরক দ্রব্য, একটি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আটকরা র‍্যাবকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে গোপনে বিস্ফোরক পদার্থ বিক্রয় করে আসছিল তারা। এ ধরনের বিস্ফোরক পদার্থ বিক্রির ফলে বিভিন্ন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এমনকি এতে প্রাণহানিও হতে পারে। আটকদের বিরুদ্ধে চকবাজার মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। 

এমএসি/আরএইচ