মহিলা দলের সাধারণ সম্পাদককে পল্টন থানায় হস্তান্তর
জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৬ নভেম্বর) দুপুরে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, র্যাব আজ দুপুরে সুলতানা আহমেদকে আমাদের থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, বরিশালের সমাবেশ শেষে শনিবার (৫ নভেম্বর) মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ লঞ্চে ঢাকার সদরঘাটে পৌঁছালে র্যাব-৩ এর একটি টিম এসে তার গাড়ি আটক করে। পরে তাকে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
বিজ্ঞাপন
বিএনপির সিনিয়র এ নেতা বলেন, এ ঘটনা শুধু অমানবিকই নয়, একজন নারী নেত্রীর প্রতি চরম অবমাননা।
তিনি বলেন, সরকারের অপকর্মের বিরুদ্ধে সত্য উচ্চারণের কারণে যে কেউ মারাত্মক সরকারি জুলুমের মধ্যে পড়তে পারে। মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সেই জুলুমেরই শিকার হয়েছেন।
এমএসি/এমএইচএস