অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব খোয়ালেন পুলিশ সদস্য
রাজধানী বাড্ডা লিংক রোড এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন নিহার রঞ্জন দাস (৪৮) নামে এক পুলিশ সদস্য। শনিবার (১২ নভেম্বর) বিকেলে এ ঘটনাটি ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন চিকিৎসক।
বিজ্ঞাপন
পুলিশ সদস্যকে উদ্ধার করে নিয়ে আসা আব্দুর রহমান জানান, নিহার রঞ্জন দাস রমনা ট্রাফিক জোন এলাকায় কর্মরত ছিলেন। সদরঘাট থেকে ভিক্টর পরিবহনের একটি বাসে আসার পথে গাড়ির মধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অচেতন করে তার কাছে থাকা টাকা নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে বাড্ডা লিংক রোড এলাকা থেকে তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, অজ্ঞান পার্টি খপ্পরে পড়া এক পুলিশ সদস্য মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন।
বিজ্ঞাপন
এসএএ/এসকেডি