রাজধানীর মতিঝিলের ফকিরাপুল ওমরগলির একটি প্রেস থেকে মো. আব্দুল্লাহ (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১টায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

আব্দুল্লাহর ভাই নাজিউল্লাহ ঢাকা পোস্টকে বলেন, আমার ভাই ফকিরাপুলে এম এস ইউ বি এল লেমিনেশন প্রেসে কাজ করতো। সকালে তার রুমের দরজা বন্ধ পাওয়া যায়। পরে অনেক ডাকাডাকি করলেও দরজা খোলেনি। পরে দরজা ভেঙে দেখা যায় নাজিউল্লাহ ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলে আছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন : রোগীর সঙ্গে বাড়ি চলে যায় ঢামেকের পাস কার্ডও

তিনি আরও বলেন, আমাদের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানার কুমরিথানা গ্রামে। বর্তমানে নাজিউল্লাহ ওই কারখানাতেই থাকতো। তার সঙ্গে আমাদের পরিবারের অন্য কোনো সদস্যদের কখনো মনোমালিন্য বা ঝগড়া হয়নি। ঠিক কী কারণে এমনটা করেছে বুঝতে পারছি না। কারখানায় কারও সঙ্গে কোনো ধরনের ঝামেলা হয়েছে কি না তা এখন পর্যন্ত জানা যায়নি। 

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, নাজিউল্লাহ একটি প্রেসে কাজ করতেন। সকালে খবর পেয়ে প্রেস থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ আমরা জানতে পারিনি। পরিবার ও প্রেসের অন্যান্য লোকদের সঙ্গে কথা বলেও তার আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এসএএ/কেএ