রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মো. রাব্বি (২৮) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিবাস্তিন বালা ঢাকা পোস্টকে জানান, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ীর কুটুখালী উচ্চ বিদ্যালয়ের রাস্তার ওপর থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত ব্যাটারি চালিত অটো রিকশার চালক ছিলেন। রাত ১১টার দিকে যাত্রাবাড়ীর কুতুব খালি উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। কি গাড়ি ধাক্কা দিয়ে তা তাৎক্ষণিক জানা যায়নি।

নিহত রাব্বির বাবা আব্দুল আলীম ঢাকা পোস্টকে বলেন, আমার ছেলে ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন। রাতে বাসায় ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। 

এসএএ/এমএ