শেওড়াপাড়ায় বিয়ার ও মদসহ আটক ৭
বিদেশি মদসহ ৭ মাদক ব্যবসায়ী আটক
রাজধানীর পূর্ব শেওড়াপাড়া থেকে দুই হাজার ক্যান বিয়ার ও ৯ বোতল বিদেশি মদসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটকরা হলেন- সোহাগ আহম্মেদ (৩৪), সাগর মৃধা (২৮), শরিফুল আমিন (৩৭), আনোয়ার চকাদার (৩০), জাহাঙ্গীর দেওয়ান (৩২), মনিরুল ইসলাম (৩৫) ও চার্লস সরকার (৫৫)।
বিজ্ঞাপন
বুধবার (২৩ ডিসেম্বর) সকালে র্যাব-৪ এর সহকারি পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে র্যাব-৪ এর একটি দল রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় সিউল রেস্টুরেন্টের আন্ডারগ্রাউন্ডে ইলেক্ট্রিক সাবস্টেশনে অভিযান পরিচালনা করে। এ সময় দুই হাজার ক্যান বিয়ার, ৯ বোতল বিদেশি মদ, ১১ টি মোবাইল ফোন, মাদক বিক্রির ৬০ হাজার ১৩৮ টাকাসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অপরাধ স্বীকার করেছেন। তারা ওই ভবনের আন্ডারগ্রাউন্ডে গোপন চেম্বারে মাদক সংরক্ষণ করতেন। ঢাকার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে তারা মাদকদ্রব্য পাইকারি বিক্রি করতেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান জিয়াউর রহমান চৌধুরী।
এমএসি/এইচকে