একটি যৌথ কনস্যুলার কমিটির আইনি কাঠামো গঠনের জন্য শিগগিরই একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। এ যৌথ কনস্যুলার কমিটি আরও বৃহৎ পরিসরে বিভিন্ন এজেন্ডা নিয়ে নিয়মিত আলোচনা করতে রাজি হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত প্রথম কনস্যুলার সংলাপে এমওইউ দ্রুত শেষ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছায় উভয়পক্ষ।

ঢাকার পক্ষে সংলাপে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস। অন্যদিকে আবুধাবির পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যাফেয়ার্সের অ্যাসিস্টেন্ট আন্ডার সেক্রেটারি ফয়সাল এসা লুৎফী।

সংলাপে আমিরাতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা, বিশেষ করে কনস্যুলার সংক্রান্ত ইস্যু নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল— ভিসা নবায়ন প্রক্রিয়া সহজীকরণ, দীর্ঘদিন অবস্থানরত কর্মীদের নিয়মিতকরণ ও অর্থপাচার প্রতিরোধ সংক্রান্ত সহযোগিতা।

সংলাপে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং আবুধাবির বাংলাদেশ মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনআই/এসএসএইচ