কাতার বিশ্বকাপ শুরু হচ্ছে আগামীকাল থেকে। মরুর দেশে আয়োজিত এ বিশ্বকাপের উন্মাদনা এখন গোটা বাংলাদেশে। রাজধানী ঢাকায়ও নানা আয়োজনে চলছে প্রিয় দলের প্রতি ভালোবাসার প্রকাশ। চলছে কথার পিঠে কথা আর প্রতিপক্ষ দলকে নিয়ে মধুর তর্কও।

সমর্থনের দিক থেকে প্রায় সারা দেশ ব্রাজিল-আর্জেন্টিনায় ভাগ হয়ে গেলেও রাজধানী মুগদার ফুটবল সমর্থকেরা করেছেন ব্যতিক্রমী অয়োজন। তারা সব দলের সমর্থকেরা মিলে শোভাযাত্রা করে কাতার বিশ্বকাপকে স্বাগত জানিয়েছেন। এমনকি ব্যতিক্রমভাবে এখানে এক কাতারে শামিল হয়েছেন ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকেরাও!

শনিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় মুগদা থেকে শুরু হয়ে কমলাপুর, মতিঝিল ও পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় আনন্দ শোভাযাত্রাটি। সব দলের সমর্থকদের সম্মিলিত এ শোভাযাত্রা নজর কেড়েছে রাজধানীবাসীর। অনেকে হাত তালি দিয়ে এ উদ্যোগকে সমর্থন জানান।

‘মুগদা থানা ফুটবল সমর্থক’-এর ব্যানারে আয়োজিত শোভাযাত্রায় ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্সসহ বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের সমর্থকরা জার্সি, প্লে-কার্ড, ছোট-বড় পতাকা নিয়ে অংশ নেন।

শোভাযাত্রায় ঢাক-ঢোল বাজিয়ে মোটরসাইকেল ও ঘোড়ার গাড়িতে করে সমর্থকেরা অংশ নেন। ঘোড়ার গাড়িতে মেসি ও নেইমারের ছবি সম্বলিত পোস্টার লাগানো হয়।

শুভাযাত্রার শুরুতে বাংলাদেশের পতাকা, তারপর আর্জেন্টিনা ও ব্রাজিলের বড় দুটি পতাকা বহন করেন সমর্থকরা।

মায়ের সঙ্গে এ শোভাযাত্রায় অংশ নেয় আর্জেন্টিনার খুদে সমর্থক শেহতাজ। সে জানায়, তার প্রিয় দল আর্জেন্টিনা। এবার তারাই বিশ্বকাপ জিতবে।

শোভাযাত্রায় অংশ নেওয়া হাবিবুর রহমান নামে একজন ঢাকা পোস্টকে বলেন, ফুটবল আমার সবচেয়ে পছন্দের খেলা। রাত হোক, দিন হোক আমার পছন্দের দলের সব খেলা আমি দেখি।

শোভাযাত্রায় ঢাক-ঢোল বাজিয়ে মোটরসাইকেল ও ঘোড়ার গাড়িতে করে সমর্থকেরা অংশ নেন। ঘোড়ার গাড়িতে মেসি ও নেইমারের ছবি সম্বলিত পোস্টার লাগানো হয়।

গায়ে জার্সি, হাতে পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনার সমর্থক রশিদুল আলম ঢাকা পোস্টকে বলেন, ফুটবল বিশ্বকাপ মানে ঈদ আনন্দ। আমাদের এলাকায় প্রত্যেকটা অলি-গলিতে বড় স্ক্রিনে খেলা দেখানো হয়। আর্জেন্টিনা-ব্রাজিলের খেলায় বেশি সমর্থক হয়। খেলায় চরম উত্তেজনা থাকে। তবে এবার কাপ নেবে আর্জেন্টিনা।

ব্রাজিলের সমর্থক ফরহাদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, এবার ব্রাজিল বিশ্বকাপ নেবে। ব্রাজিল দল খুবই গোছানো, নেইমারও ভালো ফর্মে আছে।

মুগদা থানা ফুটবল সমর্থক সংগঠনের প্রধান সাইদুর রহমান রাসেল ঢাকা পোস্টকে বলেন, আর্জেন্টিনা-ব্রাজিলসহ সব দেশের ফুটবল সমর্থকদের নিয়ে নিজ খরচে আমরা এ শোভাযাত্রা করছি। সারা বিশ্বের মতো আমরাও ফুটবল বিশ্বকাপকে উপভোগ করতে চাই। তবে এটা কেবলই একটা খেলা। তাই মারামারি বা অপ্রীতিকর কিছু না করে খেলাটা সবাই মিলে উপভোগ করুক এটাই চাই আমরা।

এমআই/এসকেডি/জেএস