ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটক থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নড়ে-চড়ে বসেছে প্রশাসন। নিরাপত্তা নিশ্চিতকরণে নিম্ন আদালতে ৩ প্লাটুন পুলিশ মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ।

সোমবার (২১ নভেম্বর) ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডিসি জসিম উদ্দিন বলেন, গতকালের (রোববার) অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নিম্ন আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার পর নিম্ন আদালতের নিরাপত্তায় নতুন করে নিরাপত্তাপরিকল্পনা প্রণয়ন করতে হবে।

>>পালিয়ে যাওয়া জঙ্গিরা শিগগিরই ধরা পড়বে : স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, যেহেতু এ ধরনের দুর্ঘটনা ঘটেছে যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে সেটা আদালত, বার কাউন্সিল ও পুলিশসহ আমরা সবাই বসে নতুন নিরাপত্তাপরিকল্পনা প্রণয়ন করব। আগামীকাল (মঙ্গলবার) আমরা এ বিষয়ে আলোচনা করব।

উল্লেখ্য, রোববার (২০ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটক থেকে দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মইনুল ও আবু সিদ্দিককে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। আনসার আল ইসলামের ১৭-১৯ জঙ্গি মাত্র ৫-৬ মিনিটের এই মিশনে পুলিশ সদস্যদের ওপর হামলা করে জঙ্গিদের ছিনিয়ে নেয়। এ ঘটনায় ডিএমিপির কোতোয়ালি থানায় রোববার রাতে এজাহারনামীয় ২০ জনকে ও ২১ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করে পুলিশ। ডিএমপির প্রসিকিউশনের পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

এমএসি/এমএ