রাজধানীর শাহজাহানপুর থানার গাজীর বস্তি এলাকা থেকে মনিয়া বেগম (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সন্ধ্যা সাতটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

মুনিয়া বেগমের স্বামী মনির হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমি একজন লেগুনাচালক। সকালে বাসা থেকে বের হয়ে গেছি। বিকেলে বাসায় এসে দেখি ঘরের দরজা বন্ধ। পরে অনেক সময় ধাক্কাধাক্কি করলেও দরজা না খোলায় ভেঙে দেখি ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আমার স্ত্রী ঝুলছে। পরে শাহজাহানপুর থানা পুলিশকে খবর দিলে তারা এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনির আরো জানান, স্ত্রীর সঙ্গে আমার কোনো ধরনের ঝগড়া হয়নি। নয় বছর হলো আমি তাকে বিয়ে করেছি। কি কারণে সে এমন কাজ করলো সে বিষয়ে কিছু বলতে পারি না।  

এ বিষয়ে জানতে চাইলে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাকিম ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, তার স্বামীর সঙ্গে কথা বলে তার ফাঁস দেওয়ার কোনো কারণ জানতে পারিনি। তবে আমরা ধারণা করছি পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটেছে। তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এসএএ/জেডএস