রাজধানীর রামপুরা বনশ্রী কাজীবাড়ি এলাকার একটি নির্মাণাধীন ভবনের নয় তলায় কাজ করার সময় মো. বাবু (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই আসিফ ঢাকা পোস্টকে বলেন, রামপুরার বনশ্রী কাজীবাড়ি এলাকার একটি নির্মাণাধীন ভবনের নয় তলায় টাইলসের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি নড়াইল জেলার নড়াগাটি থানার গহরডাঙ্গা গ্রামে। বর্তমানে তিনি ওই ভবনেই থাকতেন। আমার বাবার নাম মুস্তাফিজুর রহমান।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/এমএ