রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকায় বিদ্যুতের লাইনের ওপরে থাকা গাছ কাটার সময় সানি (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিপিডিসির সহকারী প্রকৌশলী মুক্তাদির ঢাকা পোস্টকে বলেন, তেজগাঁও থানার তেজতুরী পাড়া এলাকায় বিদ্যুৎ লাইনের ওপরে থাকা গাছ কাটার সময় হঠাৎ অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ঢাকা মেডিকেলে কলেজে নেওয়ার পর সানির মৃত্যু ঘটে। 

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তেজগাঁও থানাকে বিষয়টি জানানো হয়েছে।

এসএএ/এফকে