ফাতেমাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় পুলিশ
রাজধানীর আদাবর এলাকা থেকে ফাতেমা নামের আট বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে। তার উচ্চতা ২ ফুট ৮ ইঞ্চি ও গায়ের রং কালো।
ভিকটিম সাপোর্ট সেন্টার সূত্র জানায়, শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি ফাতেমাকে আদাবর এলাকায় একা পেয়ে থানায় নিয়ে আসেন। পরে পুলিশ তার নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে সে বাবার নাম আব্দুল ও মায়ের নাম নাসিমা বলে জানায়। ঠিকানা খুঁজে না পাওয়ায় পুলিশ নিরাপদ হেফাজতের জন্য তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রেরণ করে।
বিজ্ঞাপন
রোববার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানায়, এ বিষয়ে শনিবার (২৬ নভেম্বর) শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নাম্বার–১৯৯৫।
বিজ্ঞাপন
শিশুর কোনো স্বজনের সন্ধান বা ঠিকানা পাওয়া গেলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। (ডিউটি অফিসার–মোবাইল ফোন নম্বর– ০১৭৪৫–৭৭৪৪৮৭, টিএনটি নম্বর– ০২৪৮১১৮৫৪২)।
এমএসি/কেএ