আইন মেনেই বিএনপিকে ২৬ শর্তে দিয়েছে ডিএমপি
আইন মেনেই বিএনপিকে ২৬টি শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৯ নভেম্বর ) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের পক্ষ থেকে সই করা এক অফিস আদেশে এ অনুমতি দেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আব্দুল মোমেন।
সমাবেশে আসা নেতাকর্মী ও জনসাধারণের চলাচল নিশ্চিত করতে সোহরাওয়ার্দী উদ্যান ও পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপিকে ২৬টি শর্ত দিয়েছে ডিএমপি। ঢাকা মেট্রোপলিটন এলাকায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনা রোখে এসব শর্ত দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, শৃঙ্খলা রক্ষা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাজনৈতিক দল কিংবা যেকোনো অরাজনৈতিক সামাজিক সংগঠনকে সুষ্ঠুভাবে কর্মসূচি পালন করতে এসব নির্দেশনা দেওয়া হয়। গণসমাবেশ করতে বিএনপিকে যে ২৬টি শর্ত দেওয়া হয়েছে, তার সমসংখ্যক বা ক্ষেত্র বিশেষে আরও বেশি শর্ত এর আগে বিভিন্ন রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে।
ডিএমপি আরও জানায়, কয়েকটি গণমাধ্যমে ডিএমপির ২৬টি শর্তকে অতিরঞ্জিত করে প্রকাশ করা হচ্ছে। যেকোনো সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভের ক্ষেত্রে জনগণের জানমাল ও সরকারি সম্পত্তি হেফাজতের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ইইই/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় ডিএমপি কমিশনার অনুমোদন দিয়ে থাকেন।
এমএসি/কেএ