শাহবাগে দুর্ঘটনার পর গাড়ির নিচে আটকে যাওয়া নারীকে ছেঁচড়ে এক কিলোমিটার টেনে নিয়ে যাওয়া সেই চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত রুবিনা আক্তারের ভাই বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন।

শনিবার (৩ নভেম্বর) সকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ মামলার তথ্যটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন>>ধাক্কা দিয়ে এক কিলোমিটার টেনে নিয়ে যায় প্রাইভেটকার, নারীর মৃত্যু

তিনি বলেন, শুক্রবার দিবাগত মধ্য রাতে নিহতের ভাই গাড়িচালক মোহাম্মদ আজহার জাফর শাহের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। মামলায় ৯৮ ও ১০৫ ধারায় অভিযোগ করা হয়েছে। মামলাটি গুরুত্বসহকারে আমরা তদন্ত করছি।

শুক্রবার (২ ডিসেম্বর) মোটরসাইকেলযোগে তেজগাঁওয়ের বাসা থেকে বোনের বাসা হাজারীবাগে যাচ্ছিলেন রুবিনা আক্তার। শাহবাগ জাদুঘরের সামনে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেট কার ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে টেনে হিঁচড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা হয়ে নীলক্ষেত মোড় পর্যন্ত নিয়ে আসে। ওইদিন বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ৪টা ৪০মিনিটে মৃত ঘোষণা করেন। নিহত রুবিনা আক্তার রাজধানীর তেজগাঁওয়ের বাসিন্দা।

এমএসি/এমএ