কাফরুলে জালনোট কারবারি ও প্রতারণার অভিযোগে আটক ২
রাজধানীর কাফরুল এলাকায় প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ এবং জালনোট কারবারি প্রতারকচক্রের মূলহোতাসহ দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতরা হলেন, প্রতারণা এবং জালনোট কারবারি চক্রের মূলহোতা আবুল কালাম সরদার (৩৮) ও জনি সিকদার ওরফে ফাহিম (৩৩)।
শুক্রবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীর কাফরুল এলাকায় র্যাব-৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ৮৭ হাজার টাকার জালনোট, ১টি ভুয়া নিয়োগপত্র, ৩টি মোবাইল, ৩টি সিমকার্ড এবং নগদ ২৭ হাজার ২৯৭ টাকা উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত আবুল কালাম সরদার ও জনি সিকদার একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে নিরীহ চাকরি প্রত্যাশীদের প্রলোভন দেখিয়ে বিভিন্ন অংকের টাকা আত্মসাৎ করে আসছিল। এছাড়াও তারা জালনোট উৎপাদন, দখল ও বিতরণসহ বিভিন্ন বেআইনি কার্যকলাপের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
জেইউ/এফকে