রাজধানীর জুরাইন ধোলাইপাড় ডেল্টা হাসপাতালের সামনে রাস্তা পারাপার সময় বাসের ধাক্কায় মো. ইয়াশ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতকে নিয়ে আসে পথচারী সজল ঢাকা পোস্টকে বলেন, জুরাইন ধোলাইপাড় ডেল্টা হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় ইয়াশ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা নাজির উদ্দিন জনন, আমার ভাই প্রায় পাঁচ বছর ধরে মালয়েশিয়ায় থাকেন। আমার ভাতিজা স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত। বর্তমানে জুরাইন মুন্সিবাড়ি শাহাদাত হোসেন রোড এলাকায় পরিবারের সঙ্গে থাকত সে। আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার মেহেদীগঞ্জ থানা এলাকায়। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/এসকেডি