আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক-এর প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।

আজ বুধবার (৭ ডিসেম্বর) বাদ জোহরের পর মরহুমের প্রথম জানাজা রাজধানীর কলাবাগান মাঠে অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের উপদেষ্ঠা আমির হোসেন আমুর নেতৃত্বে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
 
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক শ্রী সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।  

ডা. এস এ মালেকের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাদ জোহর রাজধানীর কলাবাগান মাঠে অনুষ্ঠিত মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা শেষে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশনের সভাপতি হিসেবে মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী।

ডা. এস এ মালেক রাজধানীর ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে গতকাল রাত ১১টা ১০মিনিটে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি চার সন্তানসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যাসহ শরীরের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফরিদপুর-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন ডা. এস এ মালেক। 

এমএসআই/এনআই/এফকে