দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে ৭ মার্চ পালিত
যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের উদ্যাগে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে এদিন সকালে কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন কনস্যুলেটের সব কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসীদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করেন।
বিজ্ঞাপন
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে দিনটির ওপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন লেবার কাউসিলার ফাতেমা জাহান।
এতে বিশেষ বক্তব্য রাখেন ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ শাহেদুল ইসলাম, কাউন্সিলর ও দুতালয়ের প্রধান প্রভাষ লামারং-এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর চৌধুরী, অধ্যাপক এম এ সবুর, বাংলাদেশ বিজনের কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুব আলী বাবুল কমিনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
বিজ্ঞাপন
জেডএস