অভিজিৎ দাশগুপ্তের মুক্তিযুদ্ধের চিত্রলিপির প্রদর্শনী উদ্বোধন
পশ্চিম বাংলার চিত্র সাংবাদিক অভিজিৎ দাশগুপ্তের মুক্তিযুদ্ধ সময়কালীন ধারণকৃত ছবির প্রদর্শনী ‘মুক্তিযুদ্ধের চিত্রলিপি’ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে এ উদ্বোধনী অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
মুক্তিযুদ্ধ জাদুঘরের কিউরেটর আমেনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকচিত্র সাংবাদিক অভিজিৎ দাশগুপ্ত। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে অভিজিৎ দাশগুপ্ত বলেন, আমি প্রথমত আয়োজকদের ধন্যবাদ জানাই, কারণ তাদের সাহসী পদক্ষেপ গ্রহণের জন্যই এ প্রদর্শনীটি আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর জন্য ছবিগুলো নির্বাচন করা সহজ কোনো কাজ ছিল না।
বিজ্ঞাপন
চিত্রগ্রহণের স্মৃতিচারণ করে তিনি বলেন, আমি ২৮শে মার্চ যশোরে প্রবেশ করি। তারপর খুলনা থেকে রাজশাহী যাই। রাজশাহী এসে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে বলি, আমাকে যুদ্ধ দেখাতে নিয়ে যেতে। তিনি আমাকে নিয়ে গেলেন।
অভিজিৎ দাশগুপ্ত বলেন, দুর্ভাগ্যবশত আমার তোলা ভালো রঙ্গিন ছবিগুলো চলে গেছে প্যারিসের গামা এজেন্সির কাছে। সে সময় গামা বিশ্বব্যাপী ছবিগুলো ডিস্ট্রিবিউট করতো। তাদের মাধ্যমে বিশ্বের বিখ্যাত ম্যাগাজিনগুলোতে আমার ছবি ছাপা হয়েছিল। তবে এজেন্সিটি বিক্রি হয়ে যাওয়ার পর, সে ছবিগুলো কোথায় আছে, তার খোঁজ আমি আর পাই নি। ছবিগুলো উদ্ধার করার বিষয়ে আমি ভারতীয় হাইকমিশনকে অবহিত করেছি। আশা করছি ইতিবাচক কোনো ফলাফল পাওয়া যাবে।
বক্তব্য শেষে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন শ্যামলী নাসরিন চৌধুরী। প্রদর্শনীটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
ওএফএ/এফকে