শ্রমিকের ঘাড় থেকে গাছ পড়ে শিশু নিহত
ঢাকার দোহার থানার নারিশায় শ্রমিকের ঘাড় থেকে গাছ পড়ে নাইমা নামে ছয় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নাইমার বাবা মামুন ঢাকা পোস্টকে বলেন, একজন শ্রমিক গাছ কেটে ঘাড়ে করে নিয়ে যাওয়ার সময় বাচ্চারা পাশে খেলছিল। হঠাৎ নাইমা দৌড় দিলে গাছ শ্রমিকদের ঘাড় থেকে নাইমার ওপরে পড়লে সে গুরুতর আহত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, শিশুর মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এসএএ/কেএ