রাজধানীর খিলক্ষেত রেলক্রসিংয়ে ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় আমির হোসেন (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার দৈয়ারা গ্রামের আলী আক্কাছের ছেলে।

সোমবার (৮ মার্চ) রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের ভাই আলী হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমার ভাই রাত সাড়ে ১০টার দিকে খিলক্ষেত থেকে নাখালপাড়ায় বাসায় ফিরছিল। এ সময় রেলক্রসিংয়ে দ্রুতগামী ট্রেন তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আমির হোসেন গার্মেন্টস স্টক লটের ব্যবসা করতেন। তিনি এক ছেলে ও এক মেয়ে নিয়ে নাখালপাড়ায় থাকতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় আমির হোসেন ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটছিলেন। বিপরীত দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ মহিউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, সোমবার দিবাগত রাতে দুর্ঘটনার খবর পাই। রাত পৌনে ৪টার দিকে লাশ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন শেষে মঙ্গলবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এইচকে