বিএনপির ছেড়ে দেওয়া পাঁচটি আসনের উপনির্বাচনে বাজেট স্বল্পতায় সিসি ক্যামেরা ব্যবহার নিয়ে সংশয় প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার কোনও সল্যুশন নয় জানিয়ে তিনি বলেন, সিসি ক্যামেরা কোনও সল্যুশন নয়। এটা আইসিইউতে থাকার মতো। বিএনপির ৫ আসন শূন্য হবে, এটা অপ্রত্যাশিত ছিল। এই বিষয়ে বাজেটও ধরা হয়নি। সুতরাং, এই পাঁচ আসনের উপনির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে কি না সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, অনেক নির্বাচনে সিসি ক্যামেরা ছিল না, অথচ কোনও অঘটন ঘটেনি। এবার নির্বাচনে প্রতিযোগিতা হবে, এতে ব্যালেন্স হবে। ফলে নির্বাচনে সিসি ক্যামেরা লাগবে না।

বার্ষিক উন্নয়ন কর্মসূচির থোক বরাদ্দ দিয়ে সিসি ক্যামেরা কেনা যায় কি? এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, এটা দিয়ে কেনা সম্ভব নয়। এডিপির টাকা প্রকল্পে খরচ করা যায়। সিসি ক্যামেরা রেভিনিউয়ের টাকায় কিনতে হয়। তারপরও ভোটের এখনো দেরি আছে। যদি প্রয়োজন হয় তবে কমিশন বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হতেও পারে।

এসআর/এসএম