সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী
সংক্ষিপ্ত সফরে আগামীকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ঢাকায় আসছেন ইরানের রাজনৈতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি। দ্বিপাক্ষিক ইস্যু এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার জন্য ঢাকায় আসছেন তিনি।
বুধবার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তিনি ঢাকায় ১২ থেকে ১৩ ঘণ্টা অবস্থান করবেন।
উপ-পররাষ্ট্রমন্ত্রীর সফরে আলোচনার বিষয়ে জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, দ্বিপাক্ষিক ইস্যু থাকবে। যে যার অবস্থান থেকে তার ইস্যু তুলে ধরবে। আমাদের দিক থেকে বাণিজ্য-বিনিয়োগ, সম্পর্ক বৃদ্ধিসহ জ্বালানি ইস্যু আসতে পারে; রোহিঙ্গা ইস্যু আছে।
বিজ্ঞাপন
কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশের মতো জ্বালানি সংকটে রয়েছে বাংলাদেশ। তেল সমৃদ্ধ ইরান থেকে তেল কেনার বিষয়ে অগ্রাধিকার দেবে ঢাকা। পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিয়ে একসঙ্গে কাজ করা এবং দেশটি থেকে রাসায়নিক সার কেনার বিষয়ে আলোচনা করতে চাইবে ঢাকা।
জানা গেছে, সংক্ষিপ্ত সফরে কানি পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
এনআই/এসকেডি