কামরাঙ্গীরচরে গৃহবধূর মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় ওষুধ খেয়ে মনি আক্তার (২৭) নামের এক গৃহবধূ অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে। পরে রোববার (২৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনি আক্তারের ননদ সিমা আক্তার ঢাকা পোস্টকে বলেন, আমার ভাবি কৃমির ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে একটি ফার্মেসিতে নিয়ে যাই, সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানাকে জানানো হয়েছে।
এসএএ
বিজ্ঞাপন