কুড়িগ্রামে ৪ জন হত্যাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার
কুড়িগ্রামে একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যাসহ চারটি হত্যা মামলা ও দেশের বিভিন্ন স্থানে দশটির বেশি মামলার দীর্ঘদিনের পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জালাল গাজি ওরফে পলাশ গাজিকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৬ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৩ এর একটি দল।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এব্যাপারে বিস্তারিত জানানো হবে।
জেইউ/জেডএস
বিজ্ঞাপন