বাংলাদেশের প্রথম মেট্রোরেল/ ঢাকা পোস্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার উদ্বোধন করেছেন বহু প্রতীক্ষিত মেট্রোরেলের দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ। 

এরপর তিনি উত্তরা উত্তর স্টেশন থেকে এআরটি পাস কিনে সবুজ পতাকা উড়িয়ে, লাল ফিতা কেটে মেট্রোরেলে চড়ে যাবেন আগারগাঁও। এরপরই মেট্রোরেলের ‘সিঙ্গেল জার্নি টিকিট’ এবং ‘এমআরটি পাস’ বিক্রি শুরু করার পরিকল্পনা রয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষের।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছেন, সব মিলিয়ে প্রস্তুতি নিয়ে আমরা সন্তুষ্ট। প্রধানমন্ত্রী স্টেশন ত্যাগ করার পর কার্ড বিক্রি শুরু করার সিদ্ধান্তটি এসএসএফের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। যারা স্টেশন থেকে একবার ব্যবহারযোগ্য কার্ড কিনবেন, ভ্রমণের পর তাদের সেই কার্ড জমা দিয়ে দিতে হবে। ভেন্ডিং মেশিন ও বুথ থেকে কার্ড বিক্রি করা হবে।

তিনি আরও বলেন, আর একাধিকবার ব্যবহারযোগ্য কার্ড ১০ বছর ধরে ব্যবহার করা যাবে। যাত্রীদের এই কার্ডের জন্য নিবন্ধন করতে হবে এবং ৪০০ টাকা দিতে হবে। ৪০০ টাকার মধ্যে ২০০ টাকা ডিপোজিট মানি হিসেবে এবং ২০০ টাকা ভ্রমণের জন্য ব্যবহার করা যাবে। একজন যাত্রী ১০ হাজার টাকা পর্যন্ত কার্ড-এ রিচার্জ করতে পারবেন। আবার কার্ড ফেরত দিয়ে যাত্রী জমা টাকা ফেরতও নিতে পারবেন।

এমএইচএন/এনএফ